Details

  • Laatst online: 13 dagen geleden
  • Geslacht: Man
  • Plaats: Somewhere in Asia
  • Contribution Points: 5 LV1
  • Rollen:
  • toetreden op: november 16, 2020

Forhad Ahmed Niloy

Somewhere in Asia

Forhad Ahmed Niloy

Somewhere in Asia
Love You Forever chinese drama review
Voltooid
Love You Forever
7 mensen vonden deze beoordeling nuttig
by Forhad Ahmed Niloy
feb 15, 2021
Voltooid 4
Geheel 9.5
Verhaal 10.0
Acting/Cast 9.5
Muziek 9.5
Rewatch Waarde 10.0

Please don't watch this movie. You'll be heartbroken!!!

সতর্কতা মূলক পোস্টঃ
কেউ ভুলে ভুল করেও চাইনিজ মুভ 'Love You Forever' দেখতে বসবেন না।
গ্রুপে অনেক অনেক রিভিউ দেখবেন, মুভিটা অনেক ভালো - এসব নিয়ে।
অনেকে আপনাকে কুতাল দিবে, সাজেশন দিবে, জোর করে হলেও মুভিটা দেখাতে চেষ্টা করবে। ভুলেও এসব কিছু কানে তুলবেন না।
মনে রাখবেন, এসবকিছুই ষড়যন্ত্রকারীদের কুচক্রান্ত।
এটা মুভি না, এটা একটা ঘোর। একবার মুভিটা দেখতে বসলে এই ঘোর থেকে আর বের হতে পারবেন না। দিন-দুনিয়া আর কিচ্ছু ভালো লাগবে না। গভীর ডিপ্রেশনে পড়ে যাবেন। সব অর্থহীন মনে হবে। ভাত খেতে ইচ্ছে করবে না।
এই মুভি যারা সাজেস্ট করবে, মনে রাখবেন তারা আপনার শত্রু। আপনি ভালো থাকেন তারা এটা চায়না বলেই তারা এই মুভি আপনাকে দেখতে বলবে। দেখতে না চাইলেও জোর করে দেখাবে। ভুলেও এদের ফাঁদে পা দেবেন না। কেউ এই মুভি সাজেস্ট করতে আসলে, এই মুভি নিয়ে আলোচনা করতে চাইলে সাথে সাথে তাদের ব্লক করে দেবেন।
আর যদি তা না করেন, যদি তাদের কথা রাখতে গিয়ে মুভিটা দেখে ফেলেন, তাইলে পরে আমার মত পস্তাবেন। গভীর রাতে ছাদে উঠে একা হুহু করে কাঁদতে ইচ্ছে করবে। বুক টা হাহাকারে ভরে উঠবে। প্রেমিক/প্রেমিকা থাকলেও নিজেকে সিঙ্গেল মনে হবে। আর সিঙ্গেল হলে শুধু এক্সের কথা মনে পড়বে। বারবার মনে হবে কেন এমন হলো? এমন না হলে কেমন হতে পারতো! কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না!!
আমার যা বলার ছিল, বলে দিলাম। পরে মুভি দেখে ভাত খেতে ইচ্ছে না করলে কেউ আমার দোষ দিতে পারবেন না। আমি কিন্তু আগেই সাবধান করছিলাম!
Vond je deze recentie nuttig?